Site icon Jamuna Television

প্রেমিকের হাতে সাপ তুলে দিল প্রেমিকা!

ফোনে কথা বলা অবস্থায় প্রেমিকের হাতে সাপ ধরিয়ে দিলো প্রেমিকা। এমনটিই ঘটেছে আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সাথে। একটি টিকটক ভিডিওতে দেখা যায় ফোনে কথা বলা অবস্থায় তার হাতে সাপ তুলে দেন তার প্রেমিকা জেন ফ্রেমস।

প্রেমিকার কাছ থেকে সাপ পেয়ে চমকে ‍উঠেন জেসন। তবে এই ভিডিওতে জেসনের মুখভঙ্গি দেখে মজেছেন সবাই।

টিকটকের ওই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘‘লোকে বলে যখন কেউ ফোনে কথা বলেন, তখন তাঁর হাতে যা-ই তুলে দেওয়া হবে তিনি ধরে ফেলবেন।”

বিষয়টি পরীক্ষা করতেই নিজের প্রেমিকের হাতে সাপটি তুলে দিয়েছিলেন জেন ফ্রেমস।

@jena

🤣😈 @jasonderulo

♬ Fast – Sueco The Child

Exit mobile version