Site icon Jamuna Television

গাড়ি ভাড়া করে ঈদযাত্রা ঘরমুখীদের, মানছে না স্বাস্থ্যবিধি

রাজধানী থেকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ঈদযাত্রা করছেন অসংখ্য মানুষ। গণপরিবহন না থাকলেও যে যেভাবে পারছেন ঘরে ফিরছেন।

সকাল থেকেই রাজধানীর গাবতলি, যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুরসহ মহাসড়কগুলোতে অসংখ্য মানুষকে ঘরে ফিরতে দেখা যায়। তবে সেই তুলনায় গাড়ি কম হওয়ায় অনেকেই বিপাকে পড়ছেন। রেন্ট এ কার কিংবা হঠাৎ বনে যাওয়া ভাড়ায় চালিত প্রাইভেটকারগুলো ইচ্ছেমত ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। পুলিশের তৎপরতাও চোখে পড়েনি খুব একটা।

সাধার‍ণ মানুষ বলছেন, গাড়িতে সিটের তুলনায় গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে। এতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই।

Exit mobile version