Site icon Jamuna Television

সমঝোতা বৈঠকে একাই গেলেন অপু

ডিএনসিসির পারিবারিক আদালতে শাকিব-অপুর ডিভোর্স সংক্রান্ত সমঝোতা বৈঠকে একাই গিয়েছিলেন অপু বিশ্বাস। আদালতের পক্ষ থেকে ডাকা হলেও শাকিব খান বা তার পক্ষ থেকে কেউ হাজির হননি। আজ সোমবার সকাল ১০টায় উপস্থিতি থাকার কথা থাকলেও অপু বিশ্বাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৩ এর অফিসে পৌঁছান দুপুর ১২ টায়।

ডিএনসিসির অঞ্চল-৩-এর সিনিয়র সচিব হেমায়েত হোসেনের উপস্থিতিতে বৈঠকে অপুর সঙ্গে উপস্থিত ছিলেন তার মামাও। অপু তাদের ডিভোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি সংসার টিকিয়ে রাখার ব্যাপারে নিজের ইচ্ছা প্রকাশ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ করেন আদালত।

এদিকে বৈঠক শেষে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘বৈঠকে শাকিব বা তার পক্ষ থেকে কেউ না আসায় আমি অবাক হয়েছি। ডিভোর্স দিতে হলে উপযুক্ত কারণ থাকতে হয়। বিনা কারণে, কোনো কাগজপত্র ছাড়া ডিভোর্স হতে পারে না। এন যেসব কথা হচ্ছে তাতে আমার সম্মানহানি হচ্ছে।’

অপু আরও বলেন, পরবর্তীতে বিষয়টিকে তিনি স্বাভাবিকভাবে দেখবেন না। তবে এ কথা দিয়ে তিনি কী বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।

Exit mobile version