Site icon Jamuna Television

ঈদ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় তার এই ভাষণ সরকারি–বেসরকারি টেলিভিশন এবং রেডিওতে একযোগে প্রচার হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।

আগামী সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তার আগে প্রধানমন্ত্রী এই ভাষণ দেবেন।

শনিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। অবশ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার ঈদ।

করোনাভাইরাস সংক্রামক ঠেকাতে গত ২৬ মার্চ থেকে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
মসজিদে জামাতে নামাজ পড়ার উপর দেওয়া কড়াকড়ি সম্প্রতি তুলে নেওয়া হলেও ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version