Site icon Jamuna Television

বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে

বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সে আভাসই পাওয়া যাচ্ছে। নিজের দারুণ সব ছবি নিয়মিতই শেয়ার করেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।

নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন। এ বিষয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন।

মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী। তবে তিনি তার ঔরসজাত সন্তান নন।

দিশানীকে এক আস্তাকুঁড়ে ফেলে চলে যায় তার বাবা-মা। পত্রিকায় বিষয়টি পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি ওই শিশুকে দত্তক নেবেন। স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত ফুটফুটে সেই নবজাতিকাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

নিজের অন্য সন্তানদের থেকেও দিশানীকে বেশি আদর ও ভালবাসা দিয়ে যাচ্ছেন মিঠুন।

অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দিশানীর। বাবার অনুসারী হয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তবে বাবার খ্যাতির ধারেকাছেও পৌঁছুতে পারেননি তিনি।
মিঠুনভক্তরা এখন তাকিয়ে আছেন দিশানীর দিকে।

Exit mobile version