Site icon Jamuna Television

স্ত্রী হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ কুদ্দুস হোসেনকে প্রধান আসামী করে পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে রাজাপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়েছে।

মৃতের স্বজনরা জানায়, রুনা লায়লা রাজাপুর উপজেলার শুক্তাগড় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কুদ্দুস হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্বামী কুদ্দুস বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এসময় পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের পক্ষ অবলম্বন করারও অভিযোগ করেন স্বজনরা।

শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের বিচার দাবিতে মরদেহ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে মরদেহ তার বাবার বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

Exit mobile version