Site icon Jamuna Television

বিশ্বে করোনাভাইরাসে প্রাণহানি প্রায় সাড়ে ৩ লাখ

বিশ্বে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত ৫৪ লাখের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা চার হাজারের বেশি; শনাক্ত হয়েছে আরও এক লাখ।

এরমাঝে, যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। আরও ২২ হাজারের মতো সংক্রমিত হয়েছে। দেশটিতে লাখের কাছাকাছি পৌঁছেছে প্রাণহানি। তবুও, লকডাউন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

বর্তমান হটস্পট ব্রাজিলে ২২ হাজার ছাড়িয়েছে মৃত্যু; আক্রান্ত সাড়ে তিন লাখের মতো। রাশিয়ায় মৃত্যুহার কম হলেও দ্রুত বিস্তার ঘটছে করোনাভাইরাসের।

তবে, ইউরোপের দেশগুলোতে কমেছে মৃত্যু ও সংক্রমণ। এরইমাঝে, যুক্তরাজ্যে কঠোর লকডাউন নীতিমালা অমান্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডমিনিক কামিংস। তার পদত্যাগের দাবিসহ চলছে বিতর্ক।

Exit mobile version