Site icon Jamuna Television

ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপে সাফল্যের দাবি চীনের

চীনের ভ্যাকসিন Ad-5-n-Cov প্রয়োগে প্রথম ধাপে ১০৮ জন পূর্ণবয়স্ক মানুষের দেহে চালানো পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে বলে দাবি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানশেটের।

এক বিবৃতিতে জার্নালটি জানায়, ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে ভ্যাকসিনটি। প্রয়োগের ১৪ দিনের মধ্যে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি গড়ে তুলেছে ভ্যাকসিন। মানবদেহে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে এমন তথ্যও জানায়।

কোভিড নাইনটিন সংক্রমণ পুরোপুরি প্রতিরোধে সক্ষম কি না তা জানা যাবে পরীক্ষার পরবর্তী ধাপে। উহানের গবেষণা কেন্দ্রে মোট ৫শ জনের ওপর চলছে দ্বিতীয় ধাপের পরীক্ষা। তিনটি ভিন্ন ডোজ প্রয়োগ করা হয়েছে তাদের ওপর। চূড়ান্ত ফলাফল মিলবে পরীক্ষার ৬ মাসের মাথায়।

Exit mobile version