Site icon Jamuna Television

ঈদ করতে আজও নগরী ছাড়ছে মানুষ

করোনা মহামারীর মধ্যেও ঈদ উদযাপন করতে নগরবাসী যে যার মতো করে বাড়ি ফিরছে। তবে গত দিনের তুলনায় আজকে বাড়ি ফেরা মানুষের ভিড় কিছুটা কম।

আজ ঈদ হওয়ার সম্ভাবনায় অনেকে আগেভাগেই বাড়ি চলে গিয়েছে। তবে যারা যেতে পারেনি বা যায় নি তারা আজকে যাচ্ছে। রাস্তায় গণপরিবহণ না চললেও ভাড়ায় চালিত প্রাইভেটকার বা মাইক্রো নিয়ে যে যার মতো করে ছাড়ছে রাজধানী। এছাড়া, সিএনজি ও মোটরসাইকেলেও অনেক মানুষকে শহর ছাড়তে দেখা যাচ্ছে।

বাড়ি ফেরাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জনগনকে নিজেদের সচেতন হতে হবে; আইনপ্রয়োগের মাধ্যমে সচেতন করা সম্ভব নয়।

এদিকে শিমুলিয়া কাঠালবাড়ী নৌ-রুট দিয়ে স্বাভাবিকভাবেই পার হচ্ছে যাত্রীরা। শুক্রবার রাত থেকে নৌ পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল চালু করে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

রোববার সকাল থেকে ঘাট এলাকায় ছোট ছোট পরিবহনগুলোকে ফেরি পারাপার হতে দেখা গেছে। লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারি দিচ্ছে পদ্মা নদী।

অন্যদিকে ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

Exit mobile version