Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

তিনি জানান, চলতি মাসের দুই তারিখ তিনি অসুস্থ হওয়ায় করোনা পরীক্ষা করান। পরদিন ফলাফল পজেটিভ আসে। এরপরই ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। আজ সকাল সাড়ে দশটায় তিনি মারা যান।

রাজুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এনিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত মারা গেলেন। এই প্রথম কোনো পরিদর্শক মারা গেলেন।

Exit mobile version