Site icon Jamuna Television

হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদ করোনায় আক্রান্ত

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ মে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে প্লাজমা থেরাপি নেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। শরীরের অবস্থা খারাপ হতে থাকলে ২০ মে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এছাড়া তিনি সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের কর্ণধার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতিও তিনি।

১৯৫৯ সালে ফরিদপুর জেলায় এ কে আজাদের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ব্যবসায় সম্পৃক্ত হন। পাট, বস্ত্র, চা ও তৈরি পোশাক শিল্প ব্যবসায় তিনি দীর্ঘদিন ধরে জড়িত।

Exit mobile version