Site icon Jamuna Television

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল ফিতর পালিত

স্টাফ করেসপন্ডেন্ট:

সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকালে হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ পড়ে।

প্রতি বছরের মত এবারও ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন। ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা আলাউদ্দিন।

নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করা হয়। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সাথে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

Exit mobile version