Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সময় অপচয় না করার আহ্বান চীনের

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে সময় অপচয় না করার তাগিদ দিয়েছে চীন। দেশটির একজন মুখপাত্র বলেন, চীনের সমালোচনা কিংবা মিথ্যা না ছড়িয়ে আমেরিকার উচিত মহামারি রোধে তাদের সঙ্গে কাজ করা।

রোববার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং লি এমন কথা বলেছেন বলেন। সূত্র: রয়টার্স।

বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে চীন-মার্কিন সম্পর্কের চরম অবনতি হয়েছে। কোভিড-১৯ সম্পর্কিত ইস্যু নিয়ে দুই দেশই উত্তপ্ত কথার লড়াইয়ে নেমেছে।

চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, তারা করোনার তথ্য-উপাত্ত আড়াল করতে চেয়েছে। এছাড়া এই অতি সংক্রমণশীল ভাইরাস মোকাবেলায় দেশটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এছাড়া হংকং, মানবাধিকার, বাণিজ্য, তাইওয়ানে মার্কিন সমর্থন নিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।

চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের প্রতি সমবেদনা জানিয়েছেন স্টেট কাউন্সিলর ওয়াং লি। করোনায় আমেরিকায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। উহান থেকে ছড়ানো এই ভাইরাসে আরও কোনো দেশে এত মৃত্যু ঘটেনি।

চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন, দুঃখজনকভাবে, করোনাভাইরাসের উত্তাল অবস্থা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ভাইরাসেরও বিস্তার চলছে। এই রাজনৈতিক ভাইরাস চীনকে আঘাত হানার সবটুকু সুযোগ খুঁজছে। আমি বলতে চাই, মূল্যবান সময় নষ্ট করবেন না। মানুষের জীবনকে উপেক্ষা করবেন না।

তার মতে, চীন ও যুক্তরাষ্ট্রের সবার আগে যা করা দরকার, তা হচ্ছে, পরস্পরের থেকে জানা এবং মহামারি মোকাবেলায় নিজেদের অভিজ্ঞতার শেয়ার করা।

Exit mobile version