Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন মারা গেছেন।

রোববার (২৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল হোসেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে পরিবারসূত্রে জানা গেছে।

মকবুল হোসেন ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হন। তখন ধানমন্ডি-মোহাম্মদপুর মিলিয়ে একটিই আসন ছিল।

মকবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Exit mobile version