
সাইক্লোন আম্পানে বিধ্বস্ত কলকাতার উদ্ধারকাজে এবার মাঠে নেমেছে সেনাবাহিনী। রাজ্য সরকারের আবেদনে শহরটির বিভিন্ন পরিষেবা সচল করতে সেনাবাহিনীকে মাঠে নামার অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার।
শহরের বিভিন্ন প্রান্তে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। এছাড়া সাইক্লোনে ক্ষতিগ্রস্ত রাস্তা, বিদ্যুত ও পানি লাইন মেরামতের কাজ করছে সেনাবাহিনী। এরআগে এসব পরিষেবা চালুর দাবিতে বিক্ষোভ করে কলকাতাবাসী।
এছাড়া পশ্চিমবঙ্গের ৬টি জেলায় উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফের আরো ১০টি দল পাঠাবে কেন্দ্রীয় সরকার। এদিকে দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬ হাজার ৭’শ ৬৭ জন। মৃত্যু হয়েছে ১৪৭ জনের।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮’শ ৬৭ জনের। সুস্থ্য হয়েছেন ৫৪ হাজার ৪’শ ৪০ জন। আর গেল দিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply