Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনায় আক্রান্ত নারীর সন্তান প্রসব

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক নারী সন্তান প্রসব করেছেন। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী এই নারী এক ছেলের জন্ম দেন।

এর আগে করোনা উপসর্গ থাকায় ২০ মে নমুনা পরীক্ষা করা হয় এই নারীর। তখন থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। ২৩ মে ফৌজদারহাটের বিআইটিআইডির প্রকাশিত রিপোর্টে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, করোনায় আক্রান্ত প্রসূতির বাসা নগরীর খুলশী এলাকায়। রোববার সকালে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর প্রসবের সম্ভাব্য সময় ছিল ১৮ জুন। রোববার সকালে তার প্রসব বেদনা উঠলে স্বজনরা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে করোনা পজিটিভ জানার পর তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুরে সফলভাবে তার অস্ত্রোপচার করেন হাসপাতালটির গাইনি কনসালটেন্ট জাহানারা বেগম।

এটি ওই নারীর দ্বিতীয় সন্তান। তাদের দুজনকে গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশান বেডে রাখা হয়েছে।

Exit mobile version