Site icon Jamuna Television

চাল-পেঁয়াজের দাম স্বাভাবিক : তোফায়েল আহমেদ

চাল ও পেঁয়াজের দাম এখন স্বাভাবিক বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী এই দাবি করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সরকারি দলের সাংসদ সুবিদ আলী ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চালের দাম বেড়েছিল। কারণ উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যায় ফসলহানি হয়েছিল। মৌসুম এলেও দাম কমেনি এটা ঠিক নয়।

চালের দাম কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।

ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে, বাংলাদেশেও বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। সে কারণে দেশি-ভারতীয় দু’ধরনের পেঁয়াজের দামই বেড়েছে উল্লেখ করে কেরে তিনি বলেন, পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি ছিল, সেটি এখন ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। চাল ও পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।

সরকারি দলের অপর এক সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগ ও দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version