Site icon Jamuna Television

জুনে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেন জোকোভিচ

আট খেলোয়াড়কে নিয়ে জুনের মাঝামাঝি সময়ে টেনিস টুর্নামেন্টের ঘোষণা দিলেন বর্তমানে টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।

১৭ গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচের সাথে এই টুর্নামেন্টে অংশ নেবেন বিশ্বের তিন নম্বর বাছাই ডোমিনিক থিয়েম, অ্যাকেজান্ডার জাভরেভ, গ্রিগর দিমিত্রভ, ডেভিস কাপে জোকোভিচের সতীর্থ ভিক্টোর ট্রোইস্কি ও দামির জুমহুর। ১৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

জোকোভিচের দেশ সার্বিয়া ছাড়াও ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো আর বসনিয়ায় হবে আসরটি। করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউনের পর এটিই টেনিসের প্রথম কোন আসর। তবে মাঠে দর্শক উপস্থিত থাকতে পারবে কিনা তা নির্ভর করছে উক্ত দেশে করোনার তখনকার সবশেষ পরিস্থিতি কেমন থাকবে তার উপর।

নোভাক জোকোভিচ বলেন, আমি খুবই আনন্দিত। কোর্টে ফিরতে আমার উত্তেজনা ধরে রাখতে পারছি না। টেনিস প্রেমীদের সামনে আবারো খেলা ফিরিয়ে আনতে পেরে খুব ভালো লাগছে। গেলো সপ্তাহে পরিকল্পনা করে আজ আপনাদের সামনে তুলে ধরলাম। খুব অল্প সময়ে এই আয়োজন করেছি আমরা।

Exit mobile version