Site icon Jamuna Television

ভোলায় ৫১ হাজার টাকার জাল নোটসহ ২ ভাই গ্রেফতার

ভোলার লালমোহনে ৫১ হাজার টাকার জাল নোটসহ জুয়েল ও সোহেল নামে ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল ও সোহেল লালমোহন ইউনিয়নের বাসিন্দা মৃত কাশেম দেওয়ানের ছেলে।

লালমোহন থানার সেকেন্ড অফিসার মো: বশির আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে জুয়েল ও সোহেলকে তাদের নিজ বাড়ির দরজা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৫১টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। দুই ভাইয়ের বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়া লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়িতে একাধিক ব্যক্তি জাল টাকার ব্যবসার সাথে জড়িত। ওই বাড়ির অনেকের নামে জাল টাকা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতারও হয় তারা। পরে জামিনে এসে আবার পূর্বের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Exit mobile version