জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্ধস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, ওপরে পড়েছে অনেক গাছপালা। এছাড়া ঝড়ে দেয়াল চাপায় মা’সহ দুই শিশুপুত্র নিহত হয়েছে। নিহতরা হল ক্ষেতলাল শহরের খলিশাগাড়ি এলাকার জয়নালের স্ত্রী শিল্পী (২৭), শিশু ছেলে নেওয়াজ (৭) ও নিয়ামুল (৩)।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শুরু হয় ঝড়। এসময় ভারি বর্ষণে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার বেশ কিছু ঘরবাড়ি বিদ্ধস্ত হয় ও গাছপালা উপড়ে পড়ে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

