Site icon Jamuna Television

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট প্রতিনিধি:

সিলেটের সুবিদবাজার এলাকায় এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। নিহত আমির হোসেন জালালাবাদ থানার তেমুখি এলাকার ইনাতাবাদ গ্রামের সুলতান আহমদের পুত্র।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, নিহত আমির হোসেন বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন যুবক পথরোধ করে তার বাম পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব-শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে জানিয়ে পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আরও বলেন, নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাই এটি ছিনতাইর উদ্দেশ্যে হামলা নয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version