Site icon Jamuna Television

স্পাইডার ম্যান হতে স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল তিন শিশু!

স্পাইডার ম্যান হতে চেয়ে স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল তিন ভাই। এরপর অসুস্থ হয়ে পড়লে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিন ভাইয়ের বয়স যথাক্রমে ৮, ১০ ও ১২। এ ঘটনা ঘটেছে বলিভিয়ায়। খবর নিউইয়ক পোস্ট।

জানা যায়, তিন ভাই মাঠে মেষ চড়াতে মাঠে যায়, সেখানে একটি মাখড়সা দেখতে পায়। এরপরই জনপ্রিয় মার্ভেল কমিকসের পিটার পার্কার থেকেস্পাইডার ম্যান হয়ে উঠতে তিন ভাই মিলে বিষাক্ত মাকড়সাটিকে লাঠি দিয়ে খোঁচাতে শুরু করে যাতে করে মাখড়সাটি তাদের কামড় দেয়। এরপরই মাকড়সাটি কামড়ে দেয় তিন ভাইকেই। কিছুক্ষণের মধ্যেই তাঁদের দেহের নানান মাংস পেশিতে ব্যাথা হতে শুরু করে, ঘাম দেওয়া শুরু হয়, জ্বরও চলে আসে।

সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাজধানী লা পাজের চিলড্রেনস হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসা দেয়া হলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ৩ ভাই। পাঁচ দিন পর বুধবার ঘরে ফিরে এই শিশুরা।

Exit mobile version