Site icon Jamuna Television

ছয়দিন পর আজ থেকে ব্যাংক খোলা

টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে ব্যাংক খোলা। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে হবে লেনদেন।
সকাল ১০টা থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শবে কদর, সপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল।

এদিকে কোভিড-১৯ মোকাবেলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ ছুটি। টানা ছুটির কারণে ইতিমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।
নতুন ঘোষণা না এলে ৩০ মে থেকে শেষ হচ্ছে সাধারণ ছুটি।

Exit mobile version