Site icon Jamuna Television

করোনা: হাসপাতালেই বিয়ে করলেন ডাক্তার আর নার্স

করোনাভাইরাসের কারণে বিয়ের তারিখ একবার বাতিল করে অবশেষে হাসপাতালেই বিয়ে করলেন এক চিকিত্‍সক আর নার্স। আর এই বিয়ের অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই অংশ নেন স্বজনরা। এ ঘটনা সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার। খবর বিবিসি বাংলা।

জানা যায়, মিস টিপিং এবং মি. নাভারাতনাম করোনার কারণে তাদের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছিলেন। আগামী আগস্টে তাদের ওই মূল বিয়ের পরিকল্পনা ছিল। পরে ভাবলেন লকডাউনের কারণে নর্দার্ন আয়ারল্যান্ড আর শ্রীলঙ্কা থেকে তাদের স্বজনরা আসতে পারবেন না। তাই বিয়ের তারিখ এগিয়ে নিয়ে হাসপাতালে বিয়ে করেন এই দম্পতি।

মিস টিপিং একজন জরুরী সেবা বিভাগের নার্স। মি. নাভারাতনাম একজন চিকিত্‍সক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন।

এদিকে দুজনেই যে জায়গাটাতে কাজ করেন সেখানে বিয়ে করাটা “অদ্ভুত” বলে মনে করেছেন।

নব দম্পতির জন্য ছিলো ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ এবং বক্তব্যের ব্যবস্থা । এদিকে বিয়ের খবর শোনার পর এক টুইটে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক লিখেছেন, “এটা চমত্‍কার।”

Exit mobile version