Site icon Jamuna Television

বরগুনায় ঈদের দিন কিশোরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

বরগুনায় ঈদের দিন কিশোরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

বরগুনায় ঈদের দিন পায়রা নদীর পাড়ে এক কিশোরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

গতরাতে নিহত কিশোর হৃদয়ের মা বাদি হয়ে ২০ জনের নামে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এছাড়া বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার এক বান্ধবী ও কয়েকজন বন্ধু মিলে হৃদয় বেড়াতে যান পায়রা নদীর তীরে। সে সময় কয়েকজন তাদের বান্ধবীকে উত্যক্ত করে। হৃদয় প্রতিবাদ করলে বখাটেরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত হলে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় এ বছর টেক্সটাইল ভোকেশনাল স্কুল থেকে এসএসসি পাশ করেছে।

Exit mobile version