Site icon Jamuna Television

নিজের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

অভিবাসীদের নিয়ে করা অশ্লীল মন্তব্যের জন্য নিজের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার দাবি ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে তার মন্তব্যকে।

আফ্রিকার দেশগুলোকে শিটহোল হিসেবে মন্তব্যের সমালোচনার জেরে এ সাফাই গান তিনি। অভিবাসীদের নিয়ে কটুক্তির বিষয়টি ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন প্রকাশ করায়, ক্ষোভ ঝাড়েন তার ওপরও। ডারবিনের এসব অভিযোগ বানানো বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহে, কংগ্রেস সদস্যদের সাথে অভিবাসী ইস্যুতে বৈঠকে, মধ্য আমেরিকা ও আফ্রিকার দেশগুলোকে শিটহোল আখ্যা দেন ট্রাম্প। এ মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠে দেশে-বিদেশে। মার্কিন প্রেসিডেন্টকে বর্ণবাদী আখ্যা দেয় জাতিসংঘ।

যমুনা অনলাইন: এম এস আর/

Exit mobile version