Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩

মুন্সীগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে গজারিয়ার উপজেলার বাউশিয়া দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

নিহতরা হলেন মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ কাফি (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)। তারা গাইবান্ধা জেলার নিবাসী।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার এ খবর নিশ্চিত করেন বলেন, আহতদের ৪ জন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছে এবং বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মাইক্রোবাসের চালক পলাতক আছে। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নাসির উদ্দিন আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রাখা আছে। নিহতরা কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে গাইবান্ধার সাঘাটা এলাকায় ফিরছিল।

Exit mobile version