Site icon Jamuna Television

ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে অয়ন কুমার বিশ্বাস (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে লোহাগড়া উপজেলার রায়গ্রাম পূর্বপাড়ার রনজিত কুমার বিশ্বাসের ছেলে। নিহত অয়ন স্থানীয় আর.কে.কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়ায় বুধবার ভোরবেলা থেকে বৃষ্টিসহ ঝড়ো বাতাস হচ্ছিলো। সকালে অয়ন বিশ্বাস মায়ের সাথে বাড়ির পাশে ধান আনতে যায়। ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version