Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। বুধবার ঝড়ের কারণে এই রুটে ফেরি সার্ভিস বন্ধ করা হয়। ২ ঘণ্টা পর সকাল ৮ টায় সীমিত আকারে আবার এই নৌরুটে ফেরি সার্ভিস সচল করা হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন বুধবার ভোর ৬ টায় হঠাৎ ঝড়ে পদ্মা উত্তাল হয়ে উঠলে ফেরি সার্ভিস বন্ধ করে দিতে হয়। পরে সকাল ৮ টায় আবার সীমিত আকারে সচল করা হয়েছে। এখন ৬টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। তিনি আরও জানান, পদ্মা উত্তাল থাকায় ফেরিগুলোর যাতায়াতে বেশি সময় লাগছে। ৭ কিলোমিটার এই পথ পারি দিতে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় লাগছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, নৌপথে এমনিতেই স্পীডবোট এবং লঞ্চ বন্ধ আছে। এছাড়া ঝুঁকি নিয়ে কোন নৌযান যাতে ছাড়তে না পারে সেদিকে আমরা সতর্কতা অবলম্বন করছি।

Exit mobile version