Site icon Jamuna Television

পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্লাবিত

পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্লাবিত

পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্লাবিত

সিলেট প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বেশ কিছু নিম্ননাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্তের ওপারে জৈন্তিয়া হিলস এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্ট ঢলে পানিবন্দী হয়ে পড়েছে দুই উপজেলার শত শত মানুষ। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন আন্তঃউপজেলার সড়কের বেশকিছু অংশ।

এদিকে পর্যটন কেন্দ্র জাফলং, বিছনাকান্দিসহ বেশ কিছু দর্শনীয় স্থান প্লাবিত হয়েছে ঢলের পানিতে। এতে বারকি নৌকায় জাফলং, বিছনাকান্দি, জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারি, বড় গাঙ্গ ও সারী নদীর বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঢলে নিচু জমিতে আউশের বীজতলা পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সবজিক্ষেতও।

এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জৈন্তাপুরের সারি নদী। উজানে বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে সিলেটের কয়েকটি উপজেলায় বন্যার আশংকা রয়েছে।

Exit mobile version