Site icon Jamuna Television

ঝড়ে তার ছিঁড়ে টিনের চালে, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ এক নারী মারা গেছে। আহত হয়েছে আরও চারজন। আজ (বুধবার) সকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাসান (৪), রুবিয়া(২৭) ও সুমাইয়া (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘সকালে কাল বৈশাখী ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের উপর পরে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। নিহতরা সবাই ওই বাড়ির আশেপাশের এলাকার বাসিন্দা এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৪ জন আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে#

Exit mobile version