Site icon Jamuna Television

খুলনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

খুলনায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মিভূত

খুলনায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মিভূত

খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভোরে উপজেলার নতুন স্ট্যান্ড রোডে খালের ওপর অবস্থিত ঝুলন্ত দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আগুন লাগার খবর জানানো হয়।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে ৩৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ৩৫টি দোকানে থাকা সকল মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

Exit mobile version