Site icon Jamuna Television

ঘরের মাঠে স্টোককে হারালো ম্যানইউ

 ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে স্টোকসিটির বিপক্ষে দলটি জয় পায় ৩-০ গোলে।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। প্রথম সাফল্য আসে ৯ম মিনিটে। পল পগবার অ্যাসিস্ট থেকে কোনাকুনি শটে স্কোরশিটে নাম তোলেন অ্যান্তনিও ভ্যালেন্সিয়া। ৩৮ মিনিটে আবারও পগবার বাড়ানো বল থেকে লিড দ্বিগুণ করেন অ্যান্থনি মার্টিয়াল। আর ৭২ মিনিটে স্টোক রক্ষণকে বোকা বানিয়ে ৩য় গোলটি করেন রোমেলু লুকাকু।

এই জয়ের ফলে ৫০ পয়েন্ট নিয়ে এককভাবেই টেবিলের ২ নম্বরে উঠল মরিনিয়ো শীষ্যরা। ২৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যান সিটি থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রইল রেড ডেভিলরা।

যমুনা অনলাইন: এম আই আর/

Exit mobile version