Site icon Jamuna Television

পাবনায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

পাবনা শহরের কসাইপাড়ায় বিদ্যুতায়িত হয়ে মাংসের দোকানের কর্মচারী মিঠু (৪২) নিহত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিঠু বড় বাজারে খাসির মাংস বিক্রয়কারী রনি কসাইয়ের দোকানে মাংস কাটার কাজ করতো। তার বাড়ি শহরের নূরপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে রনি কসাইয়ের গোয়াল ঘরে রাখা খাসিগুলো সে দেখতে আসে। এ সময় সকালে ঝড়ে উড়ে যাওয়া গোয়াল ঘরের টিনের চাল ঠিক করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুতের তাড় ছিঁড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে কয়েকজনের বিদ্যুতের শক লাগে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version