Site icon Jamuna Television

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি:

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরগুনায় এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম হৃদয়। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে বরগুনার পায়রা নদীর পাড়ে গোলবুনিয়া বল্ক ইয়ার্ডে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যান হৃদয়। এ সময় পূর্বশত্রুতার পাশাপাশি হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে অভিযুক্তরা উত্ত্যক্ত করলে হৃদয় এর প্রতিবাদ করে। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা হৃদয়সহ তার কয়েকজন বন্ধুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়।

বরগুনা পুলিশ সুপার ঘটনাটি নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডে ২০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত হৃদয়ের মা ফিরোজা বেগম।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই মামলার প্রধান আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আর বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version