Site icon Jamuna Television

মসজিদের ইমাম রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: গুলিতে আহত ৭

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মসজিদের ইমাম রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বাঘার পদ্মার চর নওশারা গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বর্তমান ইমামকে রাখা না রাখা নিয়ে গণি মণ্ডল ও আলমগীর হোসেনের সমর্থকদের মধ্যে এ নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে একপক্ষ অন্যপক্ষকে এয়ারগান দিয়ে গুলি করে।

পুলিশ আরও জানায়, একপক্ষের দাবি মসজিদের বর্তমান ইমামের নামাজ পড়ানো ভালো নয়, তাকে বাদ দিতে হবে। অন্যপক্ষ বর্তমান ইমামকেই রাখতে চান। এনিয়ে দুই পক্ষের সংঘর্ষের শুরু। গুলি ও আঘাতে দুই পক্ষের সাতজন আহত হয়েছে। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

Exit mobile version