Site icon Jamuna Television

রংপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার ঢাকার মুগদা থেকে

রংপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার ঢাকার মুগদা থেকে

রংপুরের হারাগাছ পৌর এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রী বিলকিস আরাকে অপহরণের ১৬ ঘণ্টার মাথায় ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছের ব্যবসায়ী মরহুম জাহিদ হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা বেগম মঙ্গলবার বিকেলে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে তিনি তার কলেজ পড়ুয়া কন্যা বিলকিস আরাকে অপহরণের অভিযোগ আনেন তিনজনের বিরুদ্ধে। মামলাটি আমলে নিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর মুগদা এলাকা থেকে বুধবার দুপুরে অপহরণকারী কাউসার আহমেদ স্বপ্ন, সুমনা বেগম এবং মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা বিলকিসকেও উদ্ধার করা হয়েছে।

অপহরণকারী স্বপ্ন ও সুমনা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাটি গ্রামের জব্বার মণ্ডলের পুত্র ও কন্যা। আর মাহফুজ ফেনীর সোনাগাজী উপজেলার চর চন্দ্রিমা এলাকার আব্দুল্লাহ-আল-মামুন এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাড়ি থেকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে । বিলকিস হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থী।

Exit mobile version