Site icon Jamuna Television

কুকুর যাদের বেশি কামড়ায়! গবেষকরা যা বললেন

কুকুর দেখলেই অনেকে ভয় পান, কিন্তু যারা ভয় পান তাদের জন্য রয়েছে সুসংবাদ। কুকুর সবাইকে কামড়ায় না। কুকুর তাদের পছন্দের তালিকায় যারা আছে তাদের বেশি কামড়ায়। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দেখা গেছে, সাধারণত পুরুষদের কামড়ানোর প্রবণতা থাকে কুকুরদের মধ্যে। এছাড়া যাঁরা অ্যাংজাইটিতে ভোগেন তাঁদের কপালেও কুকুরের কামড় জোটার সম্ভাবনা বেশি থাকে।

ইংল্যান্ডের মফস্বল এলাকার ৬৯৪ জনকে নিয়ে এই গবেষণা চালান বিশেষজ্ঞরা। প্রতি চার জনের মধ্যে একজন জানান তাঁদের কুকুর কামড়েছে। এবং এঁদের মধ্যে অধিকাংশই পুরুষ।

এছাড়া গবেষণায় আরও দেখা গেছে, যাঁরা কুকুর পোষেন, তাঁদেরই কুকুরের কামড় খাওয়ার সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি থাকে। এছাড়াও যাদের স্নায়ুরোগ রয়েছে ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাঁদের তুলনামূলক ভাবে বেশি কামড়ায় কুকুর।

Exit mobile version