Site icon Jamuna Television

ব্যয় সংকোচন নিয়ে গ্রিসে ব্যাপক বিক্ষোভ

নতুন ব্যয় সংকোচন নীতির কারণে আবারো ব্যাপক বিক্ষোভের মুখে গ্রিস। ঋণ সুবিধা কমানো সহ বেশকিছু সংস্কার এনে সোমবারই পার্লামেন্টে পাস হয় নতুন বিল।

বিল পাসের পরপরই বিক্ষোভ শুরু হয় রাজধানী এথেন্সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন। নতুন এ বিলে কমানো হয়েছে শ্রমিক ইউনিয়নের ক্ষমতাও। ঋণ পরিশোধে ব্যর্থ হলে বন্ধকী সম্পত্তি দখলের বিধান রাখা হয়েছে এতে। সোমবার বিলটি পার্লামেন্টে তোলা হলে বিলের পক্ষে ভোট দেন ১৫১ আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ১৪১ জন। আন্তর্জাতিক বন্ড মার্কেট ও দাতাগোষ্ঠীগুলোর কাছ থেকে কোন অর্থ সহায়তা না পাওয়ায় মূলত ইউরোজোন ভূক্ত দেশগুলোর ঋণের ভিত্তিতে চলছে দেশটি। বলা হচ্ছে ঋণ পরিশোধের তহবিলের যোগান দেবে এসব উৎস থেকে পাওয়া অর্থ। অবশ্য গ্রিকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

Exit mobile version