Site icon Jamuna Television

ব্রিটেনে লরিতে ৩৯ অভিবাসনপ্রার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২৬

ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা

ব্রিটেনে লরিতে ৩৯ অভিবাসনপ্রার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন ২৬ সন্দেহভাজন ব্যক্তি। বুধবার এ তথ্য জানায় দেশটির পুলিশ প্রশাসন।

কর্তৃপক্ষের দাবি, বেলজিয়ামে গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে রয়েছেন মরক্কো ও ভিয়েনতনামের নাগরিক। এছাড়া প্যারিসে চিরুনি অভিযান চালিয়ে অপরাধী চক্রের আরও ১৩ জনকে আটক করা হয়। তারা সবাই মানবপাচার চক্রের সদস্য। দলটি গেলো বছরের অক্টোবরে লরির মাধ্যমে অভিবাসনপ্রার্থীদের ব্রিটেনে পাঠায়।

তাদেরমধ্যে ছিলো ১০ জন কিশোর এবং নারীও। পথিমধ্যেই শ্বাসকষ্ট এবং প্রচণ্ড ঠাণ্ডায় মারা যান সবাই। লন্ডনের পূর্ব দিকে এসেক্স কাউন্টির গ্রেজ শহরের কাছে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে লরিটি উদ্ধার করে পুলিশ।

এদিকে গেলো মাসেই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন লরিচালক।

Exit mobile version