Site icon Jamuna Television

স্পেনে করোনায় মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে স্পেন। দেশটিতে সর্বশেষ গতকাল বুধবার করোনায় একজনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত দেশটিতে ২৭ হাজার ১১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

এবার করোনায় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

এ ছাড়া রয়েছে বিশেষ কিছু কার্যক্রমের আয়োজন।

মারিয়া জেসুস বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, বিশ্বে যে কয়টি দেশ করোনার ভয়াবহ তাণ্ডবের করুণতম দৃশ্য দেখেছিল, স্পেন ছিল সেই তালিকার একদম প্রথম সারিতে। মাত্র কয়েক দিন আগেও এই বৈশ্বিক মহামারীর কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের অত্যন্ত শিল্পোন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধশালী এ দেশটি।

Exit mobile version