Site icon Jamuna Television

ঝালকাঠিতে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঝালকাঠিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি, গাছপালা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। দুই ইউনিয়নের অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেক বসত বাড়ির টি‌নের চালা উড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়। এমন ঝড়ে দিশেহারা হয়ে সাধারণ মানুষ। ঝড়ে উপড়ে পড়ে বেশ কিছু গাছপালা।

বুধবার রাতে উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা, গবিন্দধবল, কেওড়াসহ বেশ কিছু গ্রামে এ ঝড় বয়ে যায়।

পরে জেলা প্রশাসক মোঃ জোহর আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তা ঘূর্ণিঝড়ে এলাকার পরিদর্শন করেছেন।

Exit mobile version