Site icon Jamuna Television

সাধারণ ছুটি না বাড়ানোর প্রজ্ঞাপন জারি

৩০ মে’র পর থেকে আর সাধারণ ছুটি না বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ দুপুরে এই প্রজ্ঞাপনে জারি করা হয়। প্রজ্ঞপানে ১৫ দফা বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। তা আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে না। প্রতিটি জেলায় থাকবে চেকপোস্ট।

স্কুল কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত, চলবে অনলাইনে ক্লাস।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ শে মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

Exit mobile version