Site icon Jamuna Television

আখাউড়া দিয়ে গেল শতাধিক ভারতীয়

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশে আটকে পড়া শতাধিক নাগরিক বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এই সময় উপস্থিত ছিলেন।

এ সময় তিনি জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে নেয়া হচ্ছে। ওই প্রক্রিয়ায় বৃহস্পতিবার ত্রিপুরা, আসাম ও মেঘালয় সীমান্ত দিয়ে ২৩০ জন ভারতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্য ১২৯ জনের একটি তালিকা এসেছে। সেই তালিকা অনুযায়ী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতীয়দেরকে সে দেশে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় নাগরিক ঢাকা, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে তারা আখাউড়া বন্দরে আসেন ভারতে যাওয়ার জন্য। সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পক্ষ থেকে বন্দরের সড়কে গোল চিহ্ন এঁকে দেয়া হয়। তালিকা অনুযায়ী ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করিয়ে একটি দরখাস্ত পূরণের মাধ্যমে (যাদের ভিসার মেয়াদ শেষ) ভারতে যাওয়ার সুযোগ করে দেয়া হয়।

Exit mobile version