Site icon Jamuna Television

সিলেটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত

সিলেটের টুকেরবাজারে তেমুখিতে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ ১২ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ সকালে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয় সাহেবের গাও এর সিরাজুল হক ও আকমল হোসেনের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, রাস্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সবশেষ গতকাল বুধবার রাতে রাস্তার উপর পিলার দিয়ে রাস্তা বন্ধ করে দেয় স্থানীয়রা। আজ সকালে বাজারে মাছ নিয়ে দুটি ট্রাক এলে ব্যবসায়ী-শ্রমিকরা পিলার তুলে ট্রাক প্রবেশ করাতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সংঘর্ষ থামাতে গেলে পুলিশ সদস্যও আহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ বলেন, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী-শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Exit mobile version