Site icon Jamuna Television

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ফুটবলার হেলাল

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রব্বানি হেলাল। ছবি: সংগৃহীত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রব্বানি হেলাল। মস্তিষ্কের রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আশির দশকে দেশের জনপ্রিয় ফুটবলার হেলালের পারিবারিক সূত্র জানিয়েছে, স্ট্রোকের কারণে মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অচেতন থাকা এই ফুটবলারকে এ মুহূর্তে বিদেশে পাঠানোও যাচ্ছে না।

‘আবাহনীর হেলাল’ হিসেবে পরিচিতি পাওয়া এই ফুটবলার কিডনি রোগে ভুগছিলেন, নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার। ১৯৭৫ সালে বরিশাল থেকে ঢাকা আসা হেলাল এশিয়ান যুব ফুটবল দিয়ে জাতীয় দলে জায়গা করে নেন ১৯৭৮ সালে। ১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দল আর ১৯৮৮ সাল পর্যন্ত আবাহনীতে খেলার পর সংগঠক হিসেবে জড়িয়ে পড়েন ওই ক্লাবের সাথেই। ছিলেন বাফুফের নির্বাচিত সদস্যও ছিলেন।

এদিকে, ১৯৮২ সালে স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের খেলায় গণ্ডগোলের কারণে সালাহউদ্দিন, চুন্নু, আনোয়ারের সাথে জেলে যেতে হয়েছিল হেলালকেও।

Exit mobile version