Site icon Jamuna Television

৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল

রাষ্ট্রায়াত্ব আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। পরীক্ষার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে অব্যবস্থাপনা বিষয়ে ব্যাখ্যা চাইবে সিলেকশন কমিটি। এরপর সিদ্ধান্ত হবে কবে নতুন করে পরীক্ষা নেয়া হবে।

১২ জানুয়ারি সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের ১ হাজার ৬৬৩টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৬১টি কেন্দ্রে ২ লাখ ১৩ হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু অনেক কেন্দ্রেই আসন-ব্যবস্থাপনা, সময়মতো প্রশ্নপত্র না পাওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন প্রার্থীরা। রাজধানীর মিরপুরের শাহ আলী মহিলা কলেজ কেন্দের পরীক্ষা স্থগিত করা হয় এ জন্য। পুরো পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন অনেকে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে গভর্নর ফজলে কবীরের সভাপতিত্বে বৈঠক হয় সকালে, যেখানে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য এবং ১৪টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version