Site icon Jamuna Television

কঠোর অনুশীলন শুরু করেছে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

লা লিগাকে সামনে রেখে বেশ কঠোর অনুশীলন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সামনের সপ্তাহেই দলগতভাবে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামবে গোটা দল।

জুনের মাঝামাঝি সময়ে লা লিগা শুরু হবার পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজকরা। তাই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এতদিন নিজেদের ঝালিয়ে নিচ্ছিলো ফুটবলাররা। স্প্যানিশ সরকারের ঘোষণার পর সব ক্লাবই বাড়িয়েছে তাদের অনুশীলনের মাত্রা। তারই ধারাবাহিকতায় গ্যালাক্টিকোরা প্রস্তুত হচ্ছেন লিগে নিজেদের সেরা ফর্ম দিয়ে ফিরতে।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও বলেন, ‘সবাই বেশ কঠোর অনুশীলন করছে। আর খুব শীঘ্রই আমরা দলগতভাবে অনুশীলনে নামবো। এতদিন বাড়িতে অনুশীলন করেছি, আশা করছি নিজেদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা হবে না। লিগে আবারও সেরা ছন্দে ফিরতে মরিয়া সবাই।’

Exit mobile version