Site icon Jamuna Television

এবার বানানা কোভিড সংক্রমণের শঙ্কা

কোভিড-১৯ করোনাভাইরাসের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আরেক কোভিড ভাইরাস। তবে এই ভাইরাস মানুষের নয়, ক্ষতি করে ফসলের। বিশেষ করে কলাগাছের। মাঠের পর মাঠ কলাবাগান নষ্ট হয়ে যেতে পারে এই ভাইরাসের আক্রমণে। করোনাভাইরাসের সঙ্গে তুলনা করে একে ‘বানানা কোভিড’ বলছেন বিজ্ঞানীরা। ভাইরাসটি মূলত এক ধরনের ফাঙ্গাস। বৈজ্ঞানিক নাম ফুজেরিয়াম বিল্ট টিআরফোর। এই ভাইরাসের সঙ্গে কলার সরাসরি সম্পর্ক রয়েছে। কলা থেকেই অন্য ফসলে ছড়াতে শুরু করে এই ক্ষতিকর ভাইরাসটি। বিশ্বের সব থেকে বেশি কলা চাষ হয় ভারতে। ফলে ভারতে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।

মূলত তাইওয়ান থেকে ছড়াতে শুরু করেছিল এই ভাইরাস। এর পর মধ্য প্রাচ্যের একাধিক দেশে এই ভাইরাস ব্যাপক ক্ষতি করে। বিঘার পর বিঘা জমির ফসল এই ভাইরাসের জন্য নষ্ট হয়ে যায়। এমনকী আফ্রিকার একাধিক দেশেও ব্যানানা কোভিড—এর জন্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, জি নিউজ

Exit mobile version