Site icon Jamuna Television

নওগাঁয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে বাড়িতে ঢুকে রঞ্জু মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত রঞ্জু মন্ডল রাতোয়াল গ্রামের শুকবর আলীর ছেলে।

দুর্বৃত্তদের অস্ত্রের হামলায় রঞ্জুর স্ত্রী দুলালী বেগম গুরুতর আহত হন। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের লোকজন বলছেন, রাতে হঠাৎই মুখোশধারী কয়েকজন যুবক বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে রামদা দিয়ে মঞ্জুকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তার স্ত্রী দুলালী এগিয়ে আসলে তাকেও অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। ঘটনার সময় হৈচৈ শুনে প্রতিবেশীরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান মঞ্জু।

রাণীনগর থানার ওসি জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ডাকাতি নাকি অন্যকোন বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড তা এখনও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version